আমিরাতে ওয়েলডিংয়ের কাজ করতে গিয়ে রাউজান প্রবাসীর ‍মৃত্যু

প্রবাসী ডেস্ক :

সংযুক্ত আরব আমিরাতে মোছাফফায় উপরে এংগেল ওয়েলডিংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

- Advertisement -

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম এমরান হোসেন (৪২)। সে চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউপির উরকিরচর গ্রামের মৃত ছাবের আহম্মদের ছেলে।

- Advertisement -google news follower

জানা যায়, এমরান ১ ছেলে ও ১ মেয়ের জনক। তিনি গত প্রায় ২২ বছর ধরে প্রবাস জীবন কাটান। তিনি প্রবাসে একটি গ্যারেজের দোকান দিয়েছিলেন।

ঘটনার দিন রাতেই মৃত্যুর তথ্য নিশ্চিত করে মরহুমের চাচাতো ভাই সাইফুদ্দিন আত্তারি বলেন, এমরান শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে সেদেশের মোছাফফা এলাকায় একটি সেমিপাকা ঘরে লোহার এ্যাংগেল লাগানোর জন্য ওয়েল্ডিং করছিলেন।

- Advertisement -islamibank

একপর্যায়ে তিনি অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যান। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার লাশ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM