চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) প্যাসিফিক ক্যাজুয়েলস লিমিটেডের দুটি ইউনিট বন্ধ ঘোষণাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কারখানার সামনে শ্রমিকদের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিলে একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে সংঘর্ষ ক্রমেই ভয়াবহ রূপ নিতে থাকে। পরে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, রোববার (৯ ফেব্রুয়ারি) খাদ্য ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছিলেন প্যাসিফিক ক্যাজুয়েলস লিমিটেডের শ্রমিকরা। এরপর এক বিজ্ঞপ্তিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ওই কারখানার দুটি ইউনিট বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা আজ আবারও কারখানার সামনে বিক্ষোভ করেন। এসময় এনএইচটি ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সেখানে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে সিইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান বলেন, খাবারের বিল নিয়ে শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের সমস্যা হয়। এর জেরে কারখানা বন্ধ করে দেয় মালিকপক্ষ। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। আশা করছি দ্রুত সমাধান হবে।
জেএন/এমআর