খালে পড়ে ছিলো হাতি শাবক, মুমূর্ষু অবস্থায় উদ্ধার

দেশজুড়ে ডেস্ক :

রাঙামাটির রাজস্থলীতে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা একটি হাতির শাবক উদ্ধার করেছে বনবিভাগ।

- Advertisement -

সোমবার বিকালে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের উগারী পাড়া চিতাখোলা এলাকায় ওই হাতির বাচ্চাকে পাওয়া যায় বলে বনবিভাগের রাইখালী রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান জানান।

- Advertisement -google news follower

তিনি বলেন, “কয়েকজন পথচারী হাতির শাবককে খালে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। এরপর আমাদের একটি দল শাবককে মুমূর্ষু অবস্থায় রাস্তার পাশের খাদ থেকে উদ্ধার করে।”

বনবিভাগের রাজবিলা রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন বলেন, “হাতির বাচ্চাকে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করেছেন।

- Advertisement -islamibank

তবে শাবক উদ্ধার করা হলেও মা হাতির জন্য ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে। এই মধ্যে আমরা সিদ্ধান্ত নেব তাকে কোথায় রাখা যায়।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র বলেন, রোববারে উঘারী পাড়া এলাকায় বুনো হাতি এসেছিল। বিষয়টি বনবিভাগকেও অবগত করা হয়েছে।

“আজ একটি হাতির শাবক ঝিরিতে পড়ে আছে বলে খবর পেয়েছি। তাকে উদ্ধারের জন্য বনবিভাগকে জানানো হয়। তারা শাবককে উদ্ধার করে বনবিভাগের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।”

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM