নারায়ণগঞ্জ শহরের টানবাজার সাহাপাড়া এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্যা চিলড্রেন এর সাবেক প্রকল্প পরিচালক উৎপল রায়কে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে শংকর সাহার মালিকানাধীন ৭তলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত উৎপল রায়ের ২ ছেলের একজন প্রবাসী ও আরেকজন পেশায় ডাক্তার।
নিহতের ছেলে জানায়, বন্দর এলাকার একজন গৃহকর্মী তাদের ফ্ল্যাটে কাজ করেন। অফিস শেষে রাত ৯টায় বাসায় এসে দেখে ভেতর থেকে দরজা লক করা।
পরে পাশের ফ্ল্যাটে লোকজন নিয়ে লক ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখে বাবার গলাকাটা রক্তাক্ত লাশ মেঝেতে পরে আছে এবং আলমারি থেকে মা’র রেখে যাওয়া ১৪/১৫ ভরি স্বর্ণালংকার ও এক লক্ষ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি ক্রাইমসিন দল কাজ করছে।
হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জেএন/পিআর