ভালোবাসা দিবসে নবারুণের ‌’শোনায় নতুন প্রেমবাণী’

বিনোদন ডেস্ক :

বিশ্ব ভালোবাসা দিবসে কপোত কপোতীদের জন্য নতুন এক ভাল লাগার গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী নবারুণ বিশ্বাস। গানের শিরোনাম ‘শোনায় নতুন প্রেমবাণী’।

- Advertisement -

মৌলিক আধুনিক বাংলা গানটির কথা লিখেছেন শিল্পী নিজেই। গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন অশোক চৌধুরী। ‘আ লো ধা রা’ রেকর্ডিং স্টুডিওতে গানটি রের্কড করা হয়। তবলায় প্রীতম আচার্য এবং মিক্স ও মাষ্টারিং করেছেন অনুজিৎ বড়ুয়া লিমন। ভিডিও নির্মাণ ও এডিটিংয়ে ছিলেন প্রনয় বিশ্বাস বাপ্পা।

- Advertisement -google news follower

নতুন এই গান সম্পর্কে পটিয়া থানাধীন মুজাফরাবাদ গ্রামে জন্ম নেয়া গুণী শিল্পী নবারুণ বিশ্বাস বলেন, ‘গানটিতে দর্শক-শ্রোতারা নানা বিষয়ে নতুনত্ব পাবেন। অশোক চৌধুরীর সুর ও সংগীতায়োজনে নিঃসন্দেহে ভিন্নমাত্রার একটি গান হয়েছে।

শিল্পী আরও বলেন, “এটি আমার নিজের গাওয়া প্রথম মৌলিক গান। ইতিমধ্যে আমার লেখা ও সুর করা বহু গান দেশের স্বনামধন্য অনেক শিল্পীর কণ্ঠে দর্শক-শ্রোতোতের মনজয় করে নিয়েছে। তবে কখনই নিজের লেখা গান নিজ কণ্ঠে গাওয়ার সাহস করিনি।

- Advertisement -islamibank

সংগীতাঙ্গণের গুণী সুরকার অশোক চৌধুরীর উৎসাহে এবারই প্রথম নিজের লেখা গানে কণ্ঠ দিয়েছি। আশা করছি গানটি সকলের ভালো লাগবে”।

উল্লেখ্য: চট্টগ্রামের পটিয়া উপজেলার মুজাফরাবাদ গ্রামের কৃতি সন্তান নবারুণ বিশ্বাস শিল্পীর পাশাপাশি একজন বিশিষ্ট গুণী গীতিকবি ও সুরকার।

তাঁর লেখা ও সুর করা উল্লেখযোগ্য কিছু গানের মধ্যে রয়েছে ‘যে সুখে তুমি, রাইকিশোরী, হিয়া কাঁপে থরথর, মাগো আর কতকাল, উলুধ্বনি দে, বাঁশরী তুলেছে রণন, চাঁপা ফুলের গন্ধ.. ইত্যাদি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ