চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট বেতার কেন্দ্রের বিপরীত পাশে কাপ্তাইগামী বাস স্টেশনের সামনে থেকে তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
গোপন সোর্সের খবরে সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে অভিযান পরিচালনা করে তাদের আটক রা হয়।
এসময় তাদের কাছ থেকে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। তাছাড়া ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়।
আটককৃতরা হলেন-মো. বেলাল উদ্দিন ওরফে গুরা মিয়া (২৭), নুরুল আবছার (২৮) ও আমির হোসেন (৩৩)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা করার পর মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
জেএন/পিআর