অবৈধ গ্যাস ক্রস ফিলিং কারখানায় অভিযান,৬৭০টি সিলিন্ডার জব্দ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করার গোপন তথ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

- Advertisement -

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধা ৭টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছৈয়দাবাদ বার্মা পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

- Advertisement -google news follower

তবে অভিযানের আগেই পালিয়ে গেল জড়িতরা। পরে সেখানকার একটি গুদামে গ্যাস ক্রস ফিলিংয়ের সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় খালি ৬৭০টি সিলিন্ডার।

অভিযানের নের্তৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। তিনি জানান, সোমবার সন্ধ্যায় গোপন সোর্সের খবরে জানতে পারি, ওই এলাকার একটি গুদামে অসাধু একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করে আসছে।

- Advertisement -islamibank

এমন খবরে ভ্রাম্যমান আদালতের টিম নিয়ে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করা হয়। দেখা যায়, লাইসেন্সপ্রাপ্ত বিভিন্ন কোম্পানির স্টিকার নকল করে অবৈধ উপায়ে বড় সিলিন্ডার থেকে ছোট বোতলে গ্যাস ক্রস ফিলিং করা হচ্ছে এ গুদামে। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

তবে অভিযানের খবর টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ৬৭০টি খালি গ্যাস সিলিন্ডার জব্দ করে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল করিম আইয়ুবের জিম্মায় রাখা হয়।

পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM