চট্টগ্রামে আ’লীগ ও অঙ্গসংগঠনের আরও ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী আইনে চট্টগ্রামে আরও ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে দিবাগত রাত ১২ পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তার সকলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- দীপন ধর (৪০), মো. ফারুক (৪৫), মো. ইমরান হোসেন (৩২), মো. মনির আলম (৩৩), পেয়ার আহমেদ (৪৫), মো. আব্দুর রহমি (৩৭), মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী (৫২), মামুনুর রশদি পাভেল (২১), শুক্কুর আহমেদ প্রকাশ মো. ফয়সাল (২২), আলী মর্তুজা (৩৫), নগরীর ৩০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক শাহাজাহান ইসলাম সাজু (২৮), ২৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সম্পাদক মো. নাহিদুল আলম এলিন (৪৩), সদরঘাট থানার ঘাট গুদাম শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক মো. সফর আলী (৩৯), মো. ইকবাল হোসেন (৩৫), ৪৩ নম্বর আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মো. নুরুল আলম (৬২), মো. রুবেল মিয়া (২৬), আব্দুর রউফ বাদশা (১৯), মো. ওসমান গণি প্রকাশ ইমন (২৪), এ এন মেহেদী ইসলাম বাপ্পী (৪৪), মো. রফিক (৪০), পটিয়া বড় উঠান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সংগঠক মো. রাকিব (২৪), আকবরশাহ থানার আসামি মহানগরীর ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী মাসুদ (৫০), সাইফুল ইসলাম (৪৭), মোহাম্মদ আরশাদুল নুর (২০), আবুল কাসেম (৪৫) ও মো. আকবর হোসেন (২৫), ইমাম হোসেন ওরফে ইব্রাহীম (২৫),মো. বেলাল (৩৩), মো. রুবেল (২৭), মো. আলমগীর হোসেন (৩৬)।

- Advertisement -islamibank

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, গত ২৪ ঘণ্টায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী ও অস্ত্রধারীসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM