চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়াস্থ “আরবিয়া খাইরিয়া মাদরাসা”র এক শিক্ষার্থী বিষপান করে আত্মহত্যা করেছে।
জানা গেছে, গেল ২ ফেব্রুয়ারি মাদ্রাসার কৃষিভূমিতে কাজ করতে না যাওয়ায় শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম (৩২) হাফেজ মোহাম্মদ ফোরকান (১৭) নামে এক শিক্ষার্থীকে বকাঝকা করেন এবং এক পর্যায়ে তাকে মারধর করেন।
বকাবকি ও মারধরের অপমান সইতে না পেরে অভিমানে কৃষিভূমির জন্য আনা কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।
মাদ্রাসার শিক্ষকরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় এবং অবস্থার অবনতি হওয়ায় শিক্ষার্থীর পরিবার ফোরকানকে চমেক হাসপাতালে নিয়ে যায়।
সেখানেই দীর্ঘ প্রায় ৯দিন চিকিৎসাধীন থেকে আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মাওলানা রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।
মৃত শিক্ষার্থী ফোরকান বাঁশখালী সরল ইউনিয়নের বদিউল আলমের ছেলে। সে গত দুই বছর ধরে মাদ্রাসাটির শর্টকোর্স বিভাগে পড়াশোনা করে আসছে বলে জানা যায়।
আটক শিক্ষক রফিকুল ইসলাম কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, ‘মাদরাসা আরবিয়া খাইরিয়া’র এক শিক্ষকের হাতে মারধর খেয়ে অপমানে এক শিক্ষার্থী বিষপানে আত্মহত্যার অভিযোগ পেয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
জেএন/পিআর