মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও বাজার ব্রিজের ওপরে পার্কিং করা গাংচিল পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
এতে গাড়ির ভেতরে ঘুমন্ত অবস্থায় পুড়ে হেলপারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস।
নিহত হেলপার সাহাবির মিয়া (১৪) লৌহজং উপজেলার পালগাঁও পাঠানবাড়ির সোহেল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে হঠাৎ বাসে আগুন দেখতে পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস।
এ সময় নিহতের মরদেহ উদ্ধার করে টঙ্গিবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে কীভাবে আগুনের সূত্রপাত সেটি এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
নিহতের মা মুন্নী বেগম বলেন, ‘আমার স্বামী নেশা করে। আমার ও আমার সন্তানদের কোনো খোঁজখবর নেয় না। আগে আমার ছেলেটাকে বোরকার কাজে দিয়েছিলাম।
এখন দুই বছর যাবত গাড়ির কাজ করে। আগে অন্য জায়গায় কাজ করত। এক বছর ধরে এখানে গাড়িতে কাজ করছে। রাতে ও গাড়িতেই ঘুমাত। মাঝেমধ্যে বাড়িতে আসত। ও-ই আমাদের আয় করে খাওয়াত।’
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গিবাড়ী থানার ওসি মহিদুর রহমান। বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’
জেএন/পিআর