চট্টগ্রামে বিজিবির পৃথক অভিযানে গাঁজা ও সিগারেটের চালান জব্দ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ও ফটিকছড়ির ভুজপুর থানার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে গাঁজা ও অবৈধ সিগারেটের চালান জব্দ করেছে।

- Advertisement -

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার জোরারগঞ্জ থানার কয়লারমুখ চেকপোস্টের সামনে থেকে ৪৪৫ কার্টন ভারতীয় সিগারেট এবং ভুজপুর থানার মাস্টারপাড়া এলাকা থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করে বিজিবি রামগড় ৪৩ ব্যাটালিয়নের সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

- Advertisement -google news follower

রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, পরবর্তীতে উদ্ধারকৃত গাঁজা ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।

অধীনস্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM