চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ও ফটিকছড়ির ভুজপুর থানার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে গাঁজা ও অবৈধ সিগারেটের চালান জব্দ করেছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার জোরারগঞ্জ থানার কয়লারমুখ চেকপোস্টের সামনে থেকে ৪৪৫ কার্টন ভারতীয় সিগারেট এবং ভুজপুর থানার মাস্টারপাড়া এলাকা থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করে বিজিবি রামগড় ৪৩ ব্যাটালিয়নের সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, পরবর্তীতে উদ্ধারকৃত গাঁজা ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।
অধীনস্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
জেএন/পিআর