চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের একটি ভাড়া বাসা হতে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ বুধবার সকাল ৯টার দিকে রুনা আক্তার (৩৭) নামে এ গৃহবধূর লাশটি উদ্ধার করে পুলিশ। মৃত গৃহবধূ পটিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডস্থ দক্ষিণ গোবিন্দার খিল এলাকার মো. ইসমাইলের স্ত্রী।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, রুনা আক্তার মুন্সেফ বাজারের দক্ষিণ পাশে বসর মিয়ার বিল্ডিংয়ে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। বুধবার সকালে তার নিজরুমে ওড়না পেচিয়ে ফাঁস খেয়ে আত্মহত্যা করে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশের একটি টিম এসে মরদেহটি উদ্ধার করে।
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে এবং কি কারণে গৃহবধূ আত্মহত্যা করেছে তার কারণ জানতে পুলিশের একটি টিম তদন্ত করছে জানালেন পটিয়া থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ আসাদ।
জেএন/পিআর