বোধনের ৩৩ বছরে বর্ণিল আয়োজন

মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে বোধন। এখানে তরুণরা কাজ করছে। এ তারুণ্যের শক্তির মাধ্যমে দেশ এগিয়ে যাবে। কোনো সাম্প্রদায়িক শক্তি এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা হতে পারবে না।’

- Advertisement -

বুধবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে বোধন আবৃত্তি পরিষদের ৩৩ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান এসব কথা বলেন।

- Advertisement -google news follower

মফিজুর রহমান বলেন, কবিতা সারা পৃথিবীর মানুষের জন্য, কোনো দেশ বা নির্দিষ্ট অঞ্চলের জন্য নয়। শামসুর রহমানের স্বাধীনতা তুমির মতো কিছু কবিতার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বেঁচে থাকবে।

সোহেল আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোধন আবৃত্তি পরিষদের স্থায়ী কমিটির সদস্য সুভাষ চন্দ্র চক্রবর্তী, পঞ্চানন চৌধুরী, সংঙ্গীত শিল্পী শান্তুনু বিশ্বাস, কাবেরি সেন গুপ্তা, কবি আকতার হোসেন, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, মৃন্ময় বিশ্বাস, অনুপম শীল, ইসমাইল সোহেল, দেবাশীষ রায়, সাইফুল আলম বাবু, মোসলেম উদ্দিন সিকদার ও বিভিন্ন আবৃত্তি সংগঠনের প্রতিনিধিরা।

- Advertisement -islamibank

পরে সংগঠনের সদস্যদের পরিবেশনায় ছিল বর্ণিল আয়োজন। এসময় গান ও আবৃত্তি পরিবেশন ও কেক কাটা হয়।

জয়নিউজ/ফয়সাল/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM