হালদায় মিলল ১৫ কেজি ওজনের মৃত ডলফিন

অনলাইন ডেস্ক

হালদা নদীর শাখা খাল থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। পরে প্রাথমিক সুরতহাল করে মাটিচাপা দেওয়া হয়।

- Advertisement -

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া খালের মজিদাপাড়া থেকে এ মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। প্রায় ১৫ কেজি ওজনের মৃত ডলফিনটির দৈর্ঘ্য পাঁচ ফুট।

- Advertisement -google news follower

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান মনজুরুল কিবরিয়া বলেন, ডলফিনটি জোয়ারের পানিতে ভেসে আসে। মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি।

পচন শুরু হওয়ায় ডলফিনটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি কাগতিয়া খালের ৩ কিলোমিটার দূরে নদীর বিনাজুরী এলাকা থেকে আরেকটি ডলফিন উদ্ধার করা হয়েছিল।

- Advertisement -islamibank

এনিয়ে গত ৬ বছরে হালদা থেকে ৪৫টি মৃত ডলফিন উদ্ধার করা হলো। আর চলতি বছরে হালদায় মারা যাওয়া দ্বিতীয় ডলফিন এটি।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM