চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)র বিভিন্ন থানা এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে গেল ২৪ ঘণ্টায় আরও ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাত থেকে ১৪ ফেব্রুয়ারি রাত পর্যন্ত নগরীর কোতোয়ালি, খুলশী, বাকলিয়া, চান্দগাঁও, চকবাজার, বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশ, ইপিজেড, বন্দর, আকবরশাহ, পতেঙ্গা, কর্ণফুলী ও হালিশহর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-কোতোয়ালী থানার তরিকুল ইসলাম (২৯) ও সেকান্তর হোসেন মিয়া (৫৩), খুলশী থানার মো. আবু ফয়সাল (৩৩), বাকলিয়া থানার মধুসদন দত্ত (৪৫), চান্দগাঁও থানার মো. শওকত হোসেন বাবুল (৩৫) ও মফিজুর রহমান চৌধুরী (২৯), চকবাজার থানার নূর হোসেন (৪৮), বায়েজিদ বোস্তামী থানার মো. ইমন (৩৪), পাঁচলাইশ থানার মো. আবু হানিফ (২৫) ও মো. শুক্কুর আলী বাবু (২৩), ইপিজেড থানার মো. পান্না শেখ (১৯), মো. আনিসুর রহমান (১৯) ও মো. আলাউদ্দিন (৩২), বন্দর থানার মো. মুরাদ (৩৫), আকবরশাহ থানার রবিন দাশ (২৭), পতেঙ্গা থানার মোহাম্মদ রাহাদ (২০), কর্ণফুলী থানার শওকত হোসেন বাবু (৩৮) ও ইশরাত আশরাফি অপি (২৫) এবং হালিশহর থানার ফয়সাল আহমেদ ওরফে মানিক (৪২)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগসহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় এক বা একাধিক মামলা রয়েছে জানিয়ে সিএমপি’র পক্ষ থেকে বলা হয়, শহরের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
জেএন/পিআর