কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজ থেকে ৩৭৮ কেজি জাটকা জব্দ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলী নদীর বিএফডিসি জেটি সংলগ্ন ঘাটে সী পাওয়ার-১ নামের একটি ফিশিং জাহাজে বিশেষ অভিযান পরিচালনা করে ৩৭৮ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

- Advertisement -

শনিবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহর নের্তৃত্বে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়।

- Advertisement -google news follower

ওসি মো. একরাম উল্লাহ জানান, সী পাওয়ার-১ ফিশিং জাহাজে অন্যান্য মাছের সঙ্গে মিশ্রিত অবস্থায় জাটকা মজুদের গোপন তথ্যে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জাহাজে বিক্রয় উপযোগী মাছের থেকে আলাদা করে ৩৭৮ কেজি জাটকা জব্দ করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক বা জরিমানা করা হয়নি।

- Advertisement -islamibank

পরে ম্যাজিস্ট্রেট ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানে চট্টগ্রাম মৎস্য অধিদপ্তরের ইন্সপেক্টর মোহাম্মদ জহির, মোহাম্মদ জকির হোসেন, সদরঘাট নৌ পুলিশের এসআই সুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ