চট্টগ্রামের রাউজানে দিন-দুপুরে ছাত্রদলের এক নেতাকে গুলি করার ঘটনা ঘটেছে।
আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের উত্তর গুজরা গ্রামের শ্রী শ্রী অন্নদা ঠাকুর আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দির সংলগ্ন পুকুর পাড়ে এই গুলির ঘটনাটি ঘটে।
গুলিবিদ্ধ ছাত্রদল নেতার নাম পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবু (৩৮)। সে রাউজান সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খানখানাবাদ গ্রামের পিয়ার মোহাম্মদ চৌধুরীর বাড়ির হাফেজ মাওলানা নুর মোহাম্মদের ছেলে।
তিনি রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে বিএনপির কেন্দ্রী নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। খবর পেয়ে রাউজান থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, আদ্যপীঠ মন্দিরের সামনের পুকুর সেচ কাজ দেখতে গেলে দুর্বৃত্তরা হঠাৎ এসে পিয়ার মোহাম্মদকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বেসরকারি হাসপাতাল এভার কেয়ারে নিয়ে যায়। তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে ৫-৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।
সিসি টিভি ফুটেজ সংগ্রহ এবং ঘটনাটি তদন্ত করে অপরাধীদের শনাক্তকরণের চেষ্টা চলছে বলে জানান ওসি।
জেএন/পিআর