সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

দেশজুড়ে ডেস্ক :

সিলেটের দক্ষিণ সুরমায় তেলবাহী ট্রেনের লাইনচ্যুত বগিটি প্রায় সাড়ে সাত ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

- Advertisement -

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিলেট রেলওয়ে স্টেশনের প্রকৌশলী মোজাম্মেল হক।

- Advertisement -google news follower

তিনি জানান, তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে শনিবার রাতে সিলেটের উদ্দেশে ছেড়ে আসে। এতে বগি ছিল ১৪টি। ট্রেনটি সিলেটের দক্ষিণ সুরমায় পৌঁছানোর পর একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

তিনি আরও জানান, খবর পেয়ে মোগলাবাজার স্টেশন থেকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি সিলেট স্টেশনের প্রকৌশলীরা ও অন্যান্য উদ্ধারকারীরাও ঘটনাস্থলে ছুটে আসেন।

- Advertisement -islamibank

পরে প্রায় সাড়ে সাত ঘণ্টা চেষ্টার পর লাইনচ্যুত বগিটি উদ্ধার করে রেলওয়ের কর্মীরা। বগিটি উদ্ধার করায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম জানান, তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় শনিবার রাতে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি শিডিউল বিপর্যয়ে পড়ে।

তবে এখন বগিটি উদ্ধার হওয়ায় দিনের অন্যান্য ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যাবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM