হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয়সহ তিনজনকে গ্রেপ্তার করেছে বিজিবি।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার কালেঙ্গা এলাকার রিজার্ভ টিলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ভারতের আগরতলা থানার যোগেন্দ্রনগর গ্রামের নেপাল দাসের ছেলে সুমন দাস (৪১) ও ধনেশ দাসের ছেলে শম্ভু দাস (৪১)। অপরজন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাম্বুরাছড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আমির (৩০)।
৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিতে আমরা সর্বদা তৎপর। অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেএন/পিআর