তিন ট্রাকের সংঘর্ষে দুই চালক ও এক সহযোগীর মৃত্যু

দেশজুড়ে ডেস্ক :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় ৩ ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই ট্রাক চালক ও এক সহযোগীর মৃত্যু হয়েছে।

- Advertisement -

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার জামুরহাট গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে শহাদত হোসেন (৩৫), একই জেলার কাহালু থানার কাজীপাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে মো. সবুজ (৩৬) ও টাঙ্গাইল সদর উপজেলার নন্দবালা গ্রামের মো. আরিফ হোসেন। সে ট্রাকের সহযোগী হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের দিক থেকে শনিবার ভোররাত ৫টার দিকে একটি ট্রাক টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকা গিয়ে ট্রাকটি বিকল হয়ে যায়।

- Advertisement -islamibank

এ সময় বিকল হওয়া ট্রাকটি আরেকটি ট্রাকের সহযোগিতা নিয়ে টেনে নেওয়ার জন্য দুই ট্রাকের মাঝে গিয়ে বিকল হওয়া ট্রাকের চালক ও সহযোগী লোহার চেইন দিয়ে বাঁধছিল।

তখন দ্রুতগতির আরেকটি ট্রাক পেছন দিক ওই ট্রাক দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই ট্রাকের মাঝে থাকা চালক শাহাদত হোসেন ও মো. সবুজ ঘটনাস্থলেই মারা যান।

এ ছাড়া পেছন দিক থেকে সংঘর্ষ লাগা ট্রাকের চালক গুরুতর আহত হলে তাকেও হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাওজোড় হাইওয়ে থানার ওসি রইছ উদ্দিন। তিনি বলেন, ‘নিহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM