মহেশখালীতে মায়ের সাথে অভিমান করে সকলের অজ্ঞাতসারে বিষপান করে আত্মহত্যা করেছে ছেলে। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
মৃত যুবকের নাম মো. আশেক উল্লাহ (২০)। সে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের রাস্তার মাথা বাজারের মাছ ব্যবসায়ী আমতলী এলাকার মো. জালালের ছেলে।
নিহতের বাবা জালাল বলেন, আশেক টমটম চালাতো। মায়ের সাথে অভিমান করে সকলের অজ্ঞাতসারে বিষপান করে। তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহেশখালী থানার ওসি কায়সার হামিদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। কী কারণে বিষপান করেছে তা এখনো জানা যায়নি।
জেএন/পিআর