চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এক কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তাদের আটক করা হয়।
আটক দুইজন হলেন—বোয়ালখালী থানার ৩ নম্বর ওয়ার্ড সৈয়দ চান পাড়া এয়াকুবদন্ডী গ্রামের মো. সাইদুল ইসলাম রাফি (২০) এবং লক্ষ্মীপুর জেলার সদর থানার রাজীবপুর এলাকার খলিফা বাড়ির মো. পারভেজ মোশারফ (২০)।
আটক দুজনই চান্দগাঁও থানার একটি ছিনতাই মামলার আসামি উল্লেখ করে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে জানালেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।
জেএন/পিআর