চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেছেন, “যারা জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনের কথা বলছেন, তারা মূলত ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে চান। গত ১৭ বছর ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। জাতীয় নির্বাচনই হবে জনগণের প্রতিনিধি নির্ধারণের একমাত্র পথ। স্বৈরশাসনের দোসররা যাতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সে জন্য আমাদের সজাগ থাকতে হবে।”
প্রধান বক্তা শফিকুর রহমান স্বপন বলেন, “আমাদের আন্দোলন জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য। গণতন্ত্র, সুশাসন ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হলে একাগ্রচিত্তে কাজ করে যেতে হবে। বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি কার্যকর ও জবাবদিহিতামূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করব। এ লক্ষ্যে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে এবং সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামত’ কর্মসূচির অংশ হিসেবে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মশালা ও প্রতিনিধি সভার আয়োজন করা হয়। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নগরীর নুর কনভেনশন কমিউনিটি সেন্টারে ১২ নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ১২ নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খাজা আলাউদ্দিন।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, এবং প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা, মহানগর বিএনপির সদস্য এডভোকেট মফিজুল হক ভূঁইয়া, এম এ সবুর, মোহাম্মদ আবু মুসা, আরিফ মেহেদী, দিদারুল আলম সুমন ও হাজী বাবুল হক।
কর্মসূচিটি সঞ্চালনা করেন ১২ নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফ খান।
কর্মশালায় বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কৌশল, সংগঠনকে শক্তিশালী করা এবং জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে, যাতে জনগণের ন্যায়সঙ্গত অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়। তাঁরা সবাইকে ঐক্যবদ্ধ থেকে স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
জেএন/এমআর