লামায় ২৬ জন শ্রমিককে অপহরণ

অনলাইন ডেস্ক

বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালি এলাকায় পাহাড়ি সন্ত্রাসীরা ২৬ জন রাবার বাগান শ্রমিককে অপহরণ করেছে।

- Advertisement -

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার ফাঁসিয়াখালি গোয়াল মারা মুসলিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

এ বিষয়ে আরাফাত রাবার প্লানটেশনের মালিক মো. শাহজাহান বলেন, রাতে ইউনিফর্ম পড়া একদল পাহাড়ি সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে আমার বাগানের ১২ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। এ ছাড়া একই দিনে সন্ত্রাসীরা আশপাশের কয়েকটি রাবার বাগান থেকে আরও ১৩ জনকে অপহরণ করেছে।

তিনি বলেন, আমার বাগানের শ্রমিক অপহৃত জিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করলে সন্ত্রাসীরা তাদের মুক্তিপণের জন্য ৬ লাখ টাকা দাবি করে।

- Advertisement -islamibank

সূত্র জানায়, কিছুদিন ধরে রাতের বেলায় অজ্ঞাত ব্যক্তিরা রাবার বাগানের অফিসে এসে চাঁদার চিঠি ফেলে চলে যায়। শনিবার দিবাগত রাতে পাহাড়ি সন্ত্রাসীরা আরাফাত রাবার প্লানটেশ হতে রাবার বাগান শ্রমিক মো. জিয়া, মনির, আফছার, মঞ্জুর, ফারুক, আইয়ুব আলী, মো. ছিদ্দিক, আব্দুল খালেক, আব্দুল মাজেদ, মে. মোবারক, খাইরুল আমিন, হারুনসহ ১৩ জন।

এ ছাড়া হুমায়ুন রাবার বাগান শ্রমিক আবু সাত্তার, আবু বক্কর, আবুল কালাম, নূর মোহাম্মদ, এহেসান, আরাফাত, হুমায়ুনসহ সাতজন। আবু বক্কর সওদাগর রাবার বাগান শ্রমিক সৈয়দ নূর, আবু বক্করসহ দুইজন। সোনা মিয়া রাবার বাগানের শ্রমিক মো. রমিজ। নূর মোহাম্মদ রাবার বাগানের শ্রমিক মো. মুবিন। এহেছান রাবার বাগানের একজন অজ্ঞাত শ্রমিকসহ মো. কাউছার, ইমরান, মনির, রাজ্জাক, ছিদ্দিকসহ ছয়জনকে অপহরণ করে পাহাড়ি সন্ত্রাসীরা।

ঘটনার বিষয়ে লামা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, আমি বিষয়টি জেনেছি, ইতোমধ্যে সেনাবাহিনীর সহায়তায় বিজিবি এবং পুলিশ যৌথ অভিযান পরিচালনা শুরু করেছে। উদ্ধার অভিযানের অগ্রগতি সম্পর্কে পরে জানাতে পারবো।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM