বেতন পরিশোধ ও মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভের মধ্যে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকাল ৩টায় মজুরি পর্যালোচনা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
সভায় মজুরি নিয়ে উদ্ভূত সমস্যার দ্রুত সমাধানে আলোচনা করা হবে। মজুরি কাঠামোতে কোনো অসামঞ্জস্য থাকলে তা দূর করা হবে।
সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ছাড়াও মজুরি কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
এর আগে মালিকপক্ষের ৫ জন, শ্রমিকপক্ষের ৫ জন এবং বাণিজ্য সচিব ও শ্রম সচিবকে নিয়ে ১২ সদস্যের কমিটি করা হয়। এ কমিটি আগামী এক মাসের মধ্যে মজুরির অসঙ্গতিগুলো খতিয়ে দেখবে এবং সমস্যা সমাধানে পদক্ষেপ নেবে।