শিক্ষার্থীদের পড়াশোনা ও খেলাধুলার প্রতি যত্নবান হতে হবে : সিটি মেয়র

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সু-নাগরিক হতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নেই। আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও যত্নবান হতে হবে।

- Advertisement -

আয়ূব-বিবি সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত পিঠা উৎসব, উদ্ভাবনী মেলা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -google news follower

সিটি মেয়র পরিচ্ছন্নতা বিষয়ে বলেন, চট্টগ্রামকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে হলে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সচেতন হতে হবে। প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে হবে এবং নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের প্লাস্টিকের বোতলের পরিবর্তে কাচের গ্লাস ও জার ব্যবহারের আহবান জানান।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে কর্ণফুলি উপজেলার আজিমপাড়ার আয়ূব-বিবি স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ভূমি দাতা ও লায়ন মোঃ হাকিম আলী।

- Advertisement -islamibank

সভাপতির বক্তব্যে লায়ন হাকিম আলী বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষকে সচেতন করে। খেলাধুলা শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল করে। যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হারও। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও চালিয়ে যেতে হবে।

আয়ূব-বিবি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাহফুজুর রহমানের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, কর্ণফুলি উপজেলা বিএনপির আহ্বায়ক এসএম মামুন মিয়া, সদস্য সচিব হাজী মোহাম্মদ ওসমান, কর্ণফুলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফ, টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের সভাপতি শফিক আহমেদ সাজীব, ডায়মন্ড সিমেন্টের পরিচালক আব্দুল্লাহ আল ফরহাদ।

এতে উপস্থিত ছিলেন, চরপাথরঘাটা বিএনপির আহ্বায়ক শেখ আহমদ, চরপাথরঘাটা জামাতে ইসলামির সভাপতি মোহাম্মদ মুছা মেম্বার সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

শেষে মেয়র পিঠা উৎসব, উদ্ভাবনী মেলা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM