চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত ট্রেনে বাটা পড়ে আনুমানিক ষাটোর্ধ বয়সী এক অচেনা বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশরাফ ছিদ্দিকী জানিয়েছেন, নিহতের পরিচয় পাওয়া যায়নি। সনাক্তের চেষ্টা চলছে। তাছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে জানায় এ কর্মকর্তা।
জেএন/পিআর