তেলের কৃত্রিম সংকট সৃষ্টি, কাজিরদেউড়িতে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক

আসন্ন পবিত্র রমজান ঘিরে বাজারে ইতিমধ্যে অদৃশ্য অস্থিরতা বিরাজ করতে শুরু করেছে। বড় বড় লাফ দিচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। দুষ্টু ও লোভী ব্যবসায়ীরা ক্রেতা ঠকিয়ে আকাশ ছুঁতে চায়।

- Advertisement -

তবে এসব ব্যবসায়ীদের শায়েস্থা করতে মাঠে রয়েছে বেরসিক প্রশাসন। বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় ও জেলা অফিসের অধীনে তদারকিমূলক কার্যক্রম পরিচালিত হয় চট্টগ্রাম নগরীর ব্যস্ততম বাজার কাজীর দেউড়িতে।

- Advertisement -google news follower

অভিযানে নিত্যপণ্য ভোজ্যতেল নিয়ে ব্যবসায়িদের নানান কারসাজি ধরা পড়ে। এসব অনিয়ম হাতে নাতে ধরা পড়ায় ভবিষ্যতের জন্য কড়াভাবে শাসিয়ে ৬টি প্রতিষ্ঠানকে মোট ৩৪ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমান আদালত।

অভিযানে নের্তৃত্ব দেওয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ জানান, আসন্ন রমজানকে ঘিরে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি, বোতলের গায়ে উল্লেখিত প্রকৃত মূল্য মুছে দিয়ে বেশি দামে বিক্রি, এমনকি নিম্নমানের পণ্যে নামিদামি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে প্রতারণার মতো কর্মকাণ্ডে লিপ্ত ছিল একদল অসাধু ব্যবসায়ী।

- Advertisement -islamibank

এসময় ৬ ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়। তাছাড়া ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে ভবিষ্যতে এমন প্রতারণার আশ্রয় নিলে শাস্তির মাত্রা আরও কঠোর হবে।

বাজার তদারকি অভিযান আগামীতেও চলবে, আর অসাধুদের শাস্তি আরও কঠোর হবে জানান ফয়েজ উল্লাহ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM