খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত 

খাগড়াছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা আওয়ামী লীগের কদমতলীর অস্থায়ী কার্যালয় থেকে সিনিয়র সহ-সভাপতি রণবিক্রম ত্রিপুরার নেতৃত্বে শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে টাউন হলে বঙ্গবন্ধু চেতনা মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয় শ্রদ্ধা জানানো হয়।

- Advertisement -google news follower

এসময় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে এখানে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা দোস্ত মোহাম্মদ চৌধুরী, যুগ্ম সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, শিক্ষা সম্পাদক দিদারুল আলম দিদার, যুব ও ক্রীড়া সম্পাদক মংশইপ্রু চৌধুরী অপু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, সাধারণ সম্পাদক কে. এম ইসমাইল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি টি চাকমা, সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ প্রমুখ।

জয়নিউজ/সবুজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM