মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই জন নিহত

অনলাইন ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সদস্যদের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন। যৌথ বাহিনীর এই অভিযানে আরও পাঁচ জনকে আটক করা হয়েছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

- Advertisement -

বুধবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে মোহাম্মদপুরের বছিলা ৪০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমিন।

তিনি বলেন, অভিযানে যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছেন। এছাড়া অভিযানে পাঁচ জনকে আটক করা হয়েছে।

- Advertisement -islamibank

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে খবর আসে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের লাউতলায় বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী বৈঠক করছে। এই তথ্যের উপর ভিত্তি করে সেখানে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর একটি দল। অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীরা অতর্কিতভাবে যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। তারপর যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। দু-তিন মিনিট গুলি বিনিময় চলার পর পাঁচ জন সন্ত্রাসী চিৎকার করে আত্মসমর্পণের জন্য যৌথবাহিনীকে জানায়। পরে ওই পাঁচ সন্ত্রাসী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এই সময় গুলিবিদ্ধ অবস্থায় দুই জনকে মৃত পাওয়া যায়।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM