চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন হাজী ক্যাম্পের সামনে থেকে দেশীয় তৈরি দুটি বন্দুকসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সোর্সের খবরে অভিযান চালিয়ে এসব অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম মো. বেলাল হোসেন (৩৫)। সর ফেনী ছাগলনাইয়া এলাকার মৃত আলমগীর হোসেনের ছেলে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ জানান, সোর্সের মাধ্যমে অস্ত্র বিকিকিনির খবরে তাৎক্ষণিক অভিযানে নামে টিম পাহাড়তলী।
অভিযানে ২টি দেশীয় তৈরি দো-নলা বন্দুক আগ্নেয়াস্ত্র (এলজি)সহ বেলাল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে থানায় মামলা দায়েরের পর তাকে আদালতে পঠানো হবে জানায় ওসি।
জেএন/পিআর