রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আহমেদ হোসেন মেম্বার বাড়ি থেকে যুবলীগের এক কর্মীকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে মৌখিক অভিযোগ পাওয়ার কথা স্বী কার করেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুঁইয়া।
তিনি বলেন, গতকাল বুধবার রাত পৌনে ১২ টার দিকে ঘটনাটি থানায় অবহিত করেন নিহতের স্বজনরা। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ১৯ ফেব্রুয়ারি (বুধবার) বিকেলে কয়েকজন দূর্বৃত্ত ঘরে প্রবেশ করে যুবলীগ কর্মী মো. হাসান (৩২)কে ধরে নিয়ে বেধড়ক মারধর করে পাশ্ববর্তী পলোয়ান পাড়া গ্রামে ফেলে যায়।
পরে সন্ধ্যার দিকে ভিকটিমের স্ত্রী ঝিনু আক্তারসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক মো. আলাউদ্দিন তালুকদার।
নিহত মো. হাসান রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আহমেদ হোসেন মেম্বারের বাড়ি মো. বজল আহমেদ ড্রাইভারে ছেলে।
জেএন/পিআর