দেশ বিনির্মাণে আশার আলো দেখতে পাচ্ছি: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

ফ্যাসিবাদ পতনের পর বাংলাদেশ বিনির্মাণের আশার আলো দেখতে পাচ্ছি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা দেশকে নতুন করে গড়ে তুলবো। এটার জন্য সবার আন্তরিক হওয়া প্রয়োজন। সত্যিকার অর্থেই আমরা যেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ তৈরি করতে পারি।

- Advertisement -

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহর মরণোত্তর একুশে পদক পাওয়া উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

- Advertisement -google news follower

মির্জা ফখরুল বলেন, আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ পালিয়েছে। দীর্ঘদিন রাজনৈতিক দলগুলো যে চেষ্টা করছে, তারা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সবশেষে ছাত্র-জনতার সমবেত প্রচেষ্টায় সেটা সম্ভব হয়েছে।

প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহর কথা স্মরণ করে তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনের পরে এবং ২০১৮ সালরের নির্বাচনের আগের সময়টাই তিনি অনেক কাজ করেছে। তখন সব দলকে ঐক্যবদ্ধ করতে মাহফুজ উল্লাহ, মাহবুব উল্লাহ ও জাফরউল্লাহর অসাধারণ প্রচেষ্টা ছিল। তারা ছিলেন বলেই ডান, বাম সবাই মিলে একটা জায়গায় আসা সম্ভব হয়েছিল।

- Advertisement -islamibank

বিএনপি মহাসচিব বলেন, আজকাল অনেক সাংবাদিকই, নিজেদের আখের গোছানোর জন্য দালালি করে। কথাটা ভাল হলো না বলাটা তারপরও বলতে হলো। বাড়ি ঘর, প্লট সব জোগাড় করে। মাহফুজ উল্লাহর কিছুই ছিল না। চিকিৎসার জন্য তার পরিবারকে বন্ধুদের কাছে হাত পাততে হয়েছে।

আলোচনা সভায় সাংবাদিক মাহফুজ উল্লাহর স্মৃতিচারণ করে তার কর্মজীবনের প্রশংসা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রয়াত মাহফুজ উল্লাহর বড় ভাই অধ্যাপক মাহবুব উল্লাহর সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ, নজমুল হক নান্নু, অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বাসসের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ প্রমুখ।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM