বদলে যাচ্ছে চবির ৬ স্থাপনার নাম

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শেখ পরিবারের নামে নামকরণ করা ৩টি হলসহ ছয় স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম সিন্ডিকেট সভায় এ সিন্ধান্ত নেওয়া হয়েছে।

- Advertisement -

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisement -google news follower

তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার একচেটিয়া দলীয় ও পরিবারকরণ করে দেশের বিভিন্ন স্থাপনার নাম নামকরণ করেছিল। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা পালিয়ে গেছে। তাই ফ্যাসিবাদী চিহ্ন তার বা তার পরিবারের নামে কোনো স্থাপনার নামকরণ বহাল রাখা ছাত্র-জনতার নিকট যৌক্তিক না।

পরিবর্তিত ৬ স্থাপনাগুলো হলো– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তিত নাম শহীদ ফরহাদ হোসেন হল, আবু ইউসুফ ভবনের পরিবর্তিত নাম শহীদ হৃদয় তরুয়া ভবন, শেখ হাসিনা হলের পরিবর্তিত নাম বিজয় ২৪, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের পরিবর্তিত নাম নবাব ফয়জুন্নেছা হল, বঙ্গবন্ধু উদ্যানের পরিবর্তিত নাম জুলাই বিপ্লব উদ্যান এবং শেখ কামাল জিমনেসিয়ামের পরিবর্তিত নাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM