আন্দোলনকালে ধর্ষণের শিকার তরুণীকে নিয়ে সমন্বয়ক নুসরাতের স্ট্যাটাস

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগের নেতাদের ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন এক ছাত্রী। একই সঙ্গে সমন্বয়ক থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রায় সবার দ্বারে দ্বারে ঘুরেও বিচার পাননি বলে দাবি করেছেন তিনি। তার এই অভিযোগের বিষয়ে খোলাসা করেছেন অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম।

- Advertisement -

শনিবার (২২ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে পুরো বিষয়টি তুলে ধরেন তিনি।

- Advertisement -google news follower

তিনি তার পোস্টে লেখেন, ওই তরুণীকে সাহায্য করতে চাওয়া হয়নি এটা সর্বাংশে ভুল!! তাকে বার বার আইনি সহায়তার প্রস্তাব দেওয়ার পরও সে নাকচ করেছে। হয়তো মিডিয়া ট্রায়াল কিংবা অন্য কোন ভয়ের জন্য। আমি জানি না।

তিনি আরও লেখেন, কিন্তু তাকে আমি জিজ্ঞেস করতে চাই, তোমার জন্য সুবিচার কোনটা হতো ছোট আপু? যে কেন্দ্রীয় কমিটি হয়ইনি সেটাতে একটা পোস্ট দিলে? নাকি ঢাবির হলে একটা সিট? নাকি তোমার অপরাধীদের শাস্তি?

- Advertisement -islamibank

সবশেষ পোস্টে তিনি লেখেন, তুমি আমাকে দ্বিতীয়বার ব্যথিত করলে। প্রথমবার আইনি প্রক্রিয়ায় যেতে না চেয়ে, দ্বিতীয়বার আল্লাহই জানে, তুমি কি করে ভুলে গেলে কিন্তু ভুল অভিযোগ এনে!!!

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM