ঢাকা ও চট্টগ্রাম থেকে যাত্রীদের মাত্র ১৬ হাজার টাকায় মাস্কাট যাওয়ার টিকিট দিচ্ছে এয়ার অ্যারাবিয়া। ‘সুপার সিট সেল’ নামে একটি অনন্য উদ্যোগের আওতায় এই সুযোগ পেতে যাচ্ছে বাংলাদেশিরা।
ফলে ওয়ান ওয়ে যাতায়াতের ক্ষেত্রে আমিরাতের শারজাহ ও আবুধাবি হয়ে যাত্রীরা সৌদি ও কাতারের মত ওমানের মাস্কাট গন্তব্যেও যাত্রা অব্যাহত রাখতে পারবেন। এজন্য টিকিটের সর্বনিম্ন দাম পড়বে ১৬ হাজার ৫৯২ টাকা।
এয়ার অ্যারাবিয়ার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত সেপ্টেম্বরে ঢাকা থেকে দুইটি এবং চট্টগ্রাম থেকে ৪ টি ফ্লাইটে এই সুবিধা চালু হয়েছে।
এ ছাড়া বাংলাদেশের চট্টগ্রাম ও ঢাকা থেকে শারজা ও আবুধাবিতে যাত্রীরা ১১ হাজার ৮৬৬ টাকায় যাতায়াতের সুযোগ পাবেন। সেখান থেকে অন্যান্য গন্তব্যে যাওয়ারও সুযোগ থাকছে।
জানা গেছে, সবমিলিয়ে ছাড়মূল্যে ৫ লাখ আসনের টিকিট বিক্রি করবে বিমান পরিবহন সংস্থাটি। বিশেষ এই সেলের আওতায় আগামী ১৭ মার্চ পর্যন্ত টিকিট বুক করা যাবে। ওই টিকিট দিয়ে যাত্রীরা চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ২৮ মার্চ পর্যন্ত যাতায়াত করতে পারবেন।
তথ্য সূত্র বলছে, বর্তমানে সারাবিশ্বে ২০০টিরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে এয়ার অ্যারাবিয়া।
জেএন/পিআর