শেষ মুহূর্তে লিওনেল মেসির তৈরি করে দেওয়া গোলে ড্র নিয়ে নতুন মৌসুম শুরু করল ইন্টার মায়ামি।
যোগ করা সময়ের একদম শেষ মুহূর্তে মেসির দুর্দান্ত অ্যাসিস্ট থেকে তালেকসকো সেগোভিয়া গোল করলে ২-২ সমতায় ম্যাচ শেষ হয়। ফলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে হাভিয়ের মাচেরানোর শিষ্যরা।
বাংলাদেশ সময় আজ সকালে নিউইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইন্টার মায়ামি। ম্যাচের ৫ মিনিটেই মেসির পাস থেকে গোল করেন তরুণ আর্জেন্টাইন ডিফেন্ডার তমাস আভিলেস।
তবে ১৮ মিনিটে লাল কার্ড দেখে দলকে চাপে ফেলে দেন তিনিই। ১০ জনের দল হয়ে যাওয়া মায়ামির বিপক্ষে ২৬ মিনিটে সমতা ফেরায় নিউইয়র্ক সিটি, গোল করেন মিতিয়া ইলেনিচ।
দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে আলোনসো মার্তিনেজের গোলে এগিয়ে যায় নিউইয়র্ক। ম্যাচ যখন প্রায় শেষের দিকে, তখনই মায়ামির জন্য আশার আলো দেখান মেসি।
যোগ করা সময়ের নবম মিনিটে মাঝমাঠ থেকে ড্রিবল করে সামনে এগিয়ে যান তিনি এবং দারুণ এক পাস বাড়ান সেগোভিয়াকে।
ভেনেজুয়েলান মিডফিল্ডার নিউইয়র্কের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে জড়ান, সমতায় ফেরে মায়ামি। এতে নতুন মৌসুমের প্রথম ম্যাচে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল তারা।
জেএন/পিআর