গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বছরের শিশুসহ দম্পতি দগ্ধ

দেশজুড়ে ডেস্ক :

সকালের নাস্তা তৈরি করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বছর বয়সী শিশুসহ এক দম্পতি দগ্ধ হয়েছেন। আহতরা বর্তমানে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

- Advertisement -

রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে সাভারের আশুলিয়া দুর্গাপুর চালাবাজার এলাকার একটি দোতলা বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

বিস্ফোরণে দগ্ধরা হলেন ওষুধ কারখানার কর্মী মো. জাহাঙ্গীর (৪০) ও স্ত্রী বিউটি (২৮) এবং তাদের সন্তান তোহা (৫)।তাদের গ্রামের বাড়ি মাগুরা জেলায় হলেও বর্তমানে তারা দুর্গাপুর চালাবাজার এলাকার সোহাগ মণ্ডলের বাড়িতে ভাড়ায় বসবাস করেন।

আহতদের প্রতিবেশী মো. হাবিব বলেন, ‘সকালে রান্নার জন্য সিলিন্ডার গ্যাসের চুলা জ্বালাতে গেলেই এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই পরিবারের তিনজনই দগ্ধ হন। ঘরের কিছু জিনিসও আগুনে পুড়েছে। বিস্ফোরণে তাদের ঘরের জানালাও বেঁকে গেছে।

- Advertisement -islamibank

পরে তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে – সেখান থেকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয় বলে জানতে পেরেছি।’

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি আশুলিয়ার গুমাইল এলাকায় রান্নার সময় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ১১ জন দগ্ধ হয়েছিল। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়, অন্যরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM