হালিশহরে স্ত্রীর দা-য়ের কোপে স্বামীর মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার ৬ নম্বর লেইনের হাজী রফিক সাহেবের বাসায় দা দিয়ে কুঁপিয়ে স্বামীকে হত্যা করেছে স্ত্রী।

- Advertisement -

শনিবার (২৩ ফেব্রুয়ারি) মধ্যরাত ২টার দিকে পারিবারিক কলহের জের ধরে কথাকাটাকাটির এক পর্যায়ে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। পুলিশ স্ত্রী নুর জাহান (২৩)কে আটক করে থানা হেফাজতে নিয়েছে।

- Advertisement -google news follower

নিহত স্বামীর নাম আলাউদ্দিন (৩৬)। সে নোয়াখালী জেলার সোনাইমুরী থানার মতি অলম বাজার এলাকার বাসিন্দা মঈন উদ্দিনের ছেলে। বর্তমানে হালিশহরের ওই বাসাটি ভাড়া নিয়ে থাকতেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আলাউদ্দিন তার ৪র্থ স্ত্রী নুর জাহানকে না জানিয়ে সম্প্রতি ৫ম বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে তাদের মধ্যে দাম্পত্য কলহ চরমে পৌঁছায়। ঘটনার দিন গভীর রাতে ক্ষুব্ধ নুর জাহান ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুঁপিয়ে আলাউদ্দিনকে হত্যা করেন।

- Advertisement -islamibank

স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে হালিশহর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা উদ্ধার করে নিহতের স্ত্রীকে হেফাজতে নেয়। ঘাতক নুর জাহান নোয়াখালী জেলার মাইজদী থানার মৃত নুরুল ইসলামের মেয়ে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আলাউদ্দিন একাধিক বিয়ে করেছেন। সবশেষ পঞ্চম বিয়ের জেরে চতুর্থ স্ত্রী তাকে কুপিয়ে জখম করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ঘাতক স্ত্রী নুর জাহানকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM