প্রিমিয়ার লিগের শীর্ষ লড়াইয়ে মোহামেদ সালাহ ও দোমেনিক সোবোসলাইয়ের গোলে লিভারপুলের কাছে ২-০ ব্যবধানে হেরে গেল ম্যানচেস্টার সিটি।
রোববার (২৩ ফেব্রুয়ারি) ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের চতুর্দশ মিনিটেই কর্নার থেকে সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় লিভারপুল।
আলেক্সিস মাক আলিস্তারের কর্নার থেকে সোবোসলাইয়ের ফ্লিক পেয়ে গোল করেন সালাহ। ভাগ্যের সহায়তায় তার শট সিটির এক খেলোয়াড়ের পায়ে লেগে দিক পাল্টে এদেরসনকে পরাস্ত করে।
৩০তম মিনিটে সিটির ওমার মার্মাউশ গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। সাত মিনিট পর লিভারপুল ব্যবধান দ্বিগুণ করে। সালাহর পাস থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথার শটে গোল করেন সোবোসলাই।
দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণে লিভারপুলের রক্ষণে চাপ সৃষ্টি করেও গোলের দেখা পায়নি সিটি। হলান্ডের অভাব স্পষ্টভাবে অনুভব করেছে দলটি। ৭২তম মিনিটে জেরেমি ডোকুর শট ঠেকিয়ে দেন লিভারপুল গোলরক্ষক আলিসন।
এই জয়ের ফলে ২৭ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল।
২৬ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে নটিংহ্যাম ফরেস্ট তিন নম্বরে, আর ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে ম্যানসিটি।
জেএন/পিআর