চট্টগ্রামে ছাত্রলীগ নেতাসহ আরও ১৯ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে গেল ২৪ ঘন্টায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

- Advertisement -

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা থেকে রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তারকৃতরা হলো- কর্ণফুলি উপজেলার ওলামালীগের সভাপতি ডা. মাওলানা ইউনুস অহিদ (৬৫), ছাত্রলীগ চট্টগ্রাম নগরীর উপ-অর্থ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম কর্মাস কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইমরান আলী মাসুদ (৩৩), চট্টগ্রাম মহানগরীর সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম ইসলামীয়া কলেজ শাখার সাবেক সভাপতি মো. মনছুর আলী (৪৭), মো. ইমন (২৬), মো. জসিম উদ্দিন সিকদার (৪৫), মো. রিদুয়ানুল ইসলাম (২৮), মো. নুর কবির (৫৪), মো. শুক্কুর মিয়া (২৫), মো. মাহি সায়েদ (২৫), সুমন দাশ (৩৯), মো. সাইমন (২৫), মো. শাহীন (২৬), মো. ইমরান (৩৩), মোহাম্মদ আজাদ বিশ্বাস (২৫), মোহাম্মদ নাসির বিশ্বাস (৪৫), মৃদুল চন্দ্র দে (৫৪), রুপম দে (৪২), মীর মোহাম্মদ আহনাফ আরেফিন (২০) ও জসিম উদ্দিন (৪০), ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে জানালেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM