চট্টগ্রাম কাস্টম হাউজের প্রশাসন ও স্টাফ শাখার রাজস্ব কর্মকর্তা (আরও) নাজিম উদ্দিনকে ৬ লাখ টাকাসহ গ্রেপ্তার করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকেলে দুদকের প্রধান কার্যালয় ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সমন্বিত একটি দল এ অভিযান পরিচালনা করে।
দুদক কর্মকর্তারা জানান, চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা নাজিম উদ্দিনের অফিস কক্ষে তল্লাশি চালিয়ে তাঁর আলমারি থেকে ৬ লাখ টাকা পাওয়া যায়। নাজিম এই টাকার সঠিক তথ্য দিতে না পারায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার ড. একেএম নুরুজ্জামান জানান, দুদকের অভিযানে রাজস্ব কর্মকর্তা নাজিম উদ্দিনকে আটকের পর তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ঘটনার প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর চিঠি প্রেরণ করা হবে।