আপিল বিভাগের নির্দেশ

চাকরিচ্যুত ৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে ফিরছেন

জাতীয় ডেস্ক :

দীর্ঘ ১৮ বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে চাকরিতে ফিরতে যাচ্ছেন ২০০৭ সালে চাকরিচ্যুত হওয়া ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা।

- Advertisement -

আজ (২৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ রায় দেন।

- Advertisement -google news follower

এর ফলে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় চাকরিচ্যুত হওয়া কর্মকর্তাদের দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হলো।

২০০৭ সালে প্রশাসনিক জটিলতার কারণে ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর তারা আইনগত লড়াই শুরু করেন।

- Advertisement -islamibank

২০১০ সালের ১২ এপ্রিল প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল তাদের পক্ষে রায় দিয়ে পুনর্বহালের নির্দেশ দিলেও ২০২২ সালের ১ সেপ্টেম্বর আপিল বিভাগ সেই রায় বাতিল করেন।

পরে চাকরিচ্যুত কর্মকর্তারা আপিল বিভাগের ২০২২ সালের রায়ের বিরুদ্ধে একটি আপিল ও চারটি পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন।

এই রায়ের মাধ্যমে চাকরিচ্যুত কর্মকর্তাদের চাকরিতে পুনর্বহাল করার প্রক্রিয়া শুরু হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

চাকরিচ্যুত কর্মকর্তারা রায়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং ন্যায়বিচার পাওয়ার অনুভূতি প্রকাশ করেছেন। তাদের আশা, দ্রুততম সময়ের মধ্যে তারা পুনরায় কর্মস্থলে ফিরতে পারবেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM