ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ছয়টা ১০ মিনিট নাগাদ এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এই খবর দিয়েছে। এ ছাড়া পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভলকানো ডিসকভারি এবং সংবাদমাধ্যম লাইভ মিন্ট।
খবরে বলা হয়েছে, এই ভূমিকম্প কাছাকাছি অঞ্চল বাংলাদেশের ঢাকাতেও অনুভূত হয়েছে।
হিন্দুস্তান টাইমস বলছে, ‘প্রাথমিক তথ্যে জানা গেছে, কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ১। এই ভূমিকম্পের এপিসেন্টার (উৎস) বঙ্গোপসাগরে বলে জানা যাচ্ছে।
তথ্য বলছে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৯১ কিলোমিটার গভীরে এর এপিসেন্টার রয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় ভূমিকম্পের খবর নিশ্চিত করেছে, ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।’
সংবাদমাধ্যমটি আরও জানায়, ‘কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুরসহ কলকাতা সংলগ্ন দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
ওড়িশার পারাদ্বীপ থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে রয়েছে এই ভূমিকম্পের উৎসস্থল।
জেএন/পিআর