ঘরে ঢুকে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা,ঘাতক আটক

দেশজুড়ে ডেস্ক :

নোয়াখালী সদর উপজেলায় ঘরে ঢুকে বিএনপি নেতা জিয়াউল হক ইনুর মা তাছলিমা বেগম রোজিকে (৬০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

- Advertisement -

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের আলী আহমেদ ছাপরাশির বাড়িতে এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

বিএনপি নেতা জিয়াউল হক ইনু নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। নিহত তাছলিমা বেগম রোজি ওই বাড়ির আমিন আলীর মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন।

পুলিশ জানায়, ঘটনার পর সন্দেহভাজন যুবক তারেক (৩৫)কে আটক করা হয়েছে। রাতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে বৃদ্ধ নারী রোজিকে চাপাতি দিয়ে কুপিয়েছে বলে স্বীকার করেন। ঘটনাস্থল থেকে রক্তমাখা চাপাতিটি উদ্ধার করা হয়।

- Advertisement -islamibank

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, স্বামী পরিত্যক্তা তাসলিমা বেগম রোজি জালিয়াল গ্রামে বাপের বাড়িতে একা ঘরে থাকতেন।

রাত ৮টার দিকে একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে তারেক ওই ঘরে চুরি করতে ঢুকলে বৃদ্ধা রোজি দেখে ফেলেন। এ সময় তিনি চিৎকার করলে তারেক তাকে চাপাতি দিয়ে মাথায় ও ঘাড়ে কোপায়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বর্তমানে তার লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম জানান, খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একাধিক টিম নিয়ে তিনি ঘটনাস্থলে যান।

এ ঘটনায় প্রধান সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়েছে। আটক মো. তারেক (৩৫) জালিয়াল গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশের একাধিক টিম নিয়োজিত রয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM