লামায় ‘মদপানে’ এক ব্যক্তির মৃত্যু

দেশজুড়ে ডেস্ক :

পার্বত্য জেলার বান্দরবানের লামায় রয়েল রিসোর্টে মদ্যপানে নুরুল আলম (৩৩) নামে একজনের হাসপাতালে মৃত্যু হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাত ৫টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। সে লামা পৌরসভার লাইনঝিরি এলাকার মো. হারুনের ছেলে।

- Advertisement -google news follower

লামা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ সাইফুদ্দিন মো. মুরাদ বলেন, ভোর রাত ৫টা ২০ মিনিটে নুরুল আলমকে তার বন্ধুরা লামা সরকারি হাসপাতালে নিয়ে আসে। নুরুল আলম আমাদের জানায় সে মদ পান করেছে।

চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। অতিরিক্ত মদ পানের কারণে তার মৃত্যু হয়েছে।

- Advertisement -islamibank

স্থানীয়দের মাধ্যমে খবর নিয়ে জানা যায়, গতরাত ২টা পর্যন্ত নুরুল আলম তার পরিচিত মেহমানের সাথে মিরিঞ্জা রয়েল রিসোর্টে ছিলেন।

লামা মিরিঞ্জার রয়েল রিসোর্টের সার্ভিস বয় মিলন ত্রিপুরা বলেন, গতকাল ঢাকা থেকে ২ জন গেস্ট তাদের রিসোর্টে বেড়াতে আসেন। লাইনঝিরি এলাকার নুরুল আলম তাদের পরিচিত।

নুরুল আলম রাত ২টা পর্যন্ত মেহমানদের সাথে ছিল। রাত ২টার পর নুরুল আলম বের হয়ে যান। তারপর কি হয়েছে রয়েল রিসোর্ট কর্তৃপক্ষ জানেনা।

লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন বলেন, নুরুল আলম একজন গাড়ি ড্রাইভার। মদপানে তার মৃত্যু হয়েছে। তদন্ত চলমান আছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM