চট্টগ্রামে সংঘবদ্ধ ডাকাতদল ধরতে গিয়ে ২ পুলিশ সদস্য ছুরিকাহত

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন বারেক বিল্ডিং মোড়ের পরিত্যক্ত একটি বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলকে গ্রেপ্তার করতে গিয়ে দুই পুলিশ সদস্য ছুরিকাঘাতে আহত হয়েছেন।

- Advertisement -

আজ মঙ্গলবার দুপুরে পরিচালিত এ অভিযানে পুলিশের জালে ডাকাত চক্রের দুই সদস্য আটক হলেও চারজন ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

- Advertisement -google news follower

পুলিশ জানায়, গোপন সোর্সের মাধ্যমে জানতে পারি, দুপুরের দিকে সংঘবদ্ধ একটি ডাকাতদল তাদের ডাকাতির ভাগবাটোয়া করতে বারেক বিল্ডিংয়ের পরিত্যক্ত ওই বাড়িতে অবস্থান করছে।

এমন তথ্যে ডবলমুরিং থানা পুলিশের একটি টিম তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা পুলিশের উপর হামলা শুরু করে।

- Advertisement -islamibank

তবে ডবলমুরিং টিমও তাদের গ্রেপ্তারের চেষ্টা চালায়। এসময় ডাকাত দলের মনির ও মেহেদী নামে দুইজনকে আটক করা গেলেও বাকি চারজন পুলিশের দুই সদস্যকে ছরিকাহত করে পালিয়ে যায়।

ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমেদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, সংঘবদ্ধ ডাকাতদলকে গ্রেপ্তার অভিযানে গিয়ে থানার সাব-ইন্সপেক্টর জামিল ও সাব-ইন্সপেক্টর নজরুল ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডাকাতদলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাতক সকলের পরিচয় জানা গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি কাজী মো. রফিক আহমেদ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM