বান্দরবানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র নিয়ে ধরা চাকরিচ্যুত সেনাসদস্য

দেশজুড়ে ডেস্ক :

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ চাকরিচ্যুত এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় উপজেলার সোনাইছড়ি ইউপির ১ নম্বর ওয়ার্ড জারুলিয়াছড়ি লামার পাড়া এলাকা থেকে তকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তার ভিকসন মিয়া (৩৪) নরসিংদি সদর উপজেলার পাঁচধোনা ইউপির মো.সোলাইমান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনাইছড়ি ইউপির জারুলিয়াছড়ি লামার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি থানার ডেভিল হান্ট টিম।

- Advertisement -islamibank

এসময় কবির হোসেনের বাড়ীর পার্শ্ববর্তী তামাক ক্ষেতে ডাকাতির প্রস্তুতি কালে একটি ওয়ান শুটার গান ও ১টি রাইফেলের কার্তুজসহ ভিকসান মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

নাইক্ষংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতি প্রস্তুতি কালে অস্ত্র ও গুলিসহ ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ভিকসান মিয়া নিজেকে সাবেক চাকরিচ্যুত সেনা সদস্য বলে দাবি করেছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM