পাহাড়তলীতে ৩৫ স্থাপনা উচ্ছেদ করে রেলের জমি উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকায় অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে রেলওয়ে ভূসম্পত্তি বিভাগ ও নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

- Advertisement -

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পাহাড়তলীর শহীদ শাহজাহান মাঠ এলাকায় পরিচালিত এ অভিযানে রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা ৩৫টি দোকান ও বসতঘর উচ্ছেদ করে প্রায় ৩ একর সরকারি জমি দখলমুক্ত করা হয়।

- Advertisement -google news follower

বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও নিসর্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর তংচইঞ্গার নেতৃত্বে চলা অভিযানে রেলওয়ে পুলিশ অন্যান্য রেলের উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তংচইঞ্গা জানান, দীর্ঘদিন ধরে রেলওয়ের সম্পত্তি দখলে নিয়ে অবৈধভাবে দোকান ও ঘরবাড়ি নির্মাণ করে রেখেছিলো একটি সিন্ডিকেট। এমন তথ্য পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করে দখলদারদের সরকারি জমি ছাড়ার জন্য সতর্ক করা হয়েছিল।

- Advertisement -islamibank

আজ সকালে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে গড়ে উঠা কিছু কারখানা, ঘর, দোকান ও স্থাপনা উচ্ছেদ করে ৩ একর সরকারি ভূমি দখলমুক্ত করা হয়।

ভবিষ্যতে সরকারি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ