চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকায় অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে রেলওয়ে ভূসম্পত্তি বিভাগ ও নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পাহাড়তলীর শহীদ শাহজাহান মাঠ এলাকায় পরিচালিত এ অভিযানে রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা ৩৫টি দোকান ও বসতঘর উচ্ছেদ করে প্রায় ৩ একর সরকারি জমি দখলমুক্ত করা হয়।
বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও নিসর্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর তংচইঞ্গার নেতৃত্বে চলা অভিযানে রেলওয়ে পুলিশ অন্যান্য রেলের উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তংচইঞ্গা জানান, দীর্ঘদিন ধরে রেলওয়ের সম্পত্তি দখলে নিয়ে অবৈধভাবে দোকান ও ঘরবাড়ি নির্মাণ করে রেখেছিলো একটি সিন্ডিকেট। এমন তথ্য পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করে দখলদারদের সরকারি জমি ছাড়ার জন্য সতর্ক করা হয়েছিল।
আজ সকালে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে গড়ে উঠা কিছু কারখানা, ঘর, দোকান ও স্থাপনা উচ্ছেদ করে ৩ একর সরকারি ভূমি দখলমুক্ত করা হয়।
ভবিষ্যতে সরকারি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
জেএন/পিআর