ভোক্তার অভিযানে ৬৩ হাজার টাকা জরিমানা গুণল ৩ প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর রেয়াজুদ্দিন বাজার ও মোমিন রোডে বিশেষ তদারকিমূল অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়।

- Advertisement -

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এ অভিযানে ভোজ্য তেল মজুদ ও নকল পণ্য বিক্রি করাসহ নানান অনিয়মের দায়ে ৩ প্রতিষ্ঠানকে মোট ৬৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

- Advertisement -google news follower

এরমধ্যে ভোজ্য তেল সংকটের কথা বলে ক্রেতাদের তেল বিক্রি না করে গুদামে মজুদ রাখার অপরাধে রেয়াজুদ্দিন বাজারের সিদ্দিক আহমেদ চৌধুরী স্টোরকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

তাছাড়া নকল চেরি ফল, নকল ডানো দুধসহ অননুমোদিত পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় একই বাজারের হাজী জালাল স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

- Advertisement -islamibank

অপরদিকে, নগরীর মোমিন রোডের মেসার্স শরীফ স্টোরে কৌশলে ভোজ্য তেল মজুদ রেখে সংকট দেখানোর অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ। এসময় ভোক্তার সহকারী পরিচালক রানা দেবনাথ, মাহমুদা আক্তার এবং ক্যামেরাম্যান মো. আফতাবুজ্জামান এবং থানা পুলিশের বিশেষ টিম উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ জানান, রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসাবে অভিযানে অসাধু ব্যবসায়িদের চিহ্নিত করে জরিমানা ও সতর্ক করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম চলমান থাকবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM